Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বান্দরবান পৌরসভা

পৌরসভা পরিচিতি

বান্দরবান পৌরসভা ১৯৮৪ সালে ১৫.৮৮ বর্গ কিলোমিটার জায়গা নিয়ে ‘গ’ শ্রেণীর পৌরসভা হিসাবে গঠিত হয়। যাহা পরবর্তীতে ২০০১ সালে ‘ক’ শ্রেণীর পৌরসভাতে উন্নতি লাভ করে। শহরের চতুরদিকে পাহাড় বেষ্টিত এবং মাঝখানে সাঙ্গু নদী বয়ে গেছে। অপার সৌন্দর্য আর সবুজ পাহাড়ে ঘেরা বান্দরবান পার্বত্য জেলা। সর্বোচ্চ সংখ্যক বাঙ্গালিসহ ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং, পাহাড়ী নদী আর অসংখ্য প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্যপট বুকে নিয়ে এ পার্বত্য জেলা আপন মহিমায় সমুজ্জ্বল। এখানকার জীবন-জীবিকা, সামাজিক আচার অনুষ্ঠান নানা বৈচিত্রে পরিপূর্ণ। পাহাড়ী কন্যা বান্দরবানে বেড়ানোর মত অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। পর্যটন আকর্ষণীয় স্থান হিসাবে রয়েছে মেঘলা, নীলাচল, নীলগিরি, চিম্বুক, শৈল প্রপাত, রিঝুক ঝর্ণা, কেউক্রাডং, বগালেক ও দেবতাখুমসহ আরো অনেক দর্শনীয় স্থান। শহরের প্রাণ কেন্দ্রে রয়েছে বোমাং রাজ পরিবারের অবস্থান, যাহা পাহাড়ী জনগণের প্রতীক। বর্তমানে প্রায় লক্ষাধিক জনগণ এই শহরে বসবাস করে। শহরের একপাশে রয়েছে বান্দরবান সেনানিবাস ও মাঝখানে বয়ে গেছে সাঙ্গু নদী। এই সাঙ্গু নদীর তীর ঘেষেই বান্দরবান পৌরসভার অবস্থান।

০১.
প্রতিষ্ঠার তারিখ    
১৩ মার্চ, ১৯৮৪ খ্রি:
০২. পৌরসভার শ্রেণী
‘ক’ (২১ এপ্রিল ২০০১ খ্রি:)
০৩. আয়তন
১৫.৮৮ বর্গ কি.মি.
০৪. ওয়ার্ড  সংখ্যা
০৯ টি
০৫. হোল্ডিং সংখ্যা
৮৫৭১ টি
০৬. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
১১ টি
০৭. ট্রেড লাইসেন্স সংখ্যা  
৪৪৫৭ টি
০৮. হাসপাতাল (সরকারি-বেসরকারি)
০৪ টি
০৯. স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক (বেসরকারি)
০৪ টি
১০. মোট প্রাথমিক বিদ্যালয় (সরকারি-বেসরকারি)
১৮ টি
১১. মোট উচ্চ বিদ্যালয় (সরকারি-বেসরকারি)
০৯ টি
১২. মাদ্রাসা
০৭ টি
১৩. লাইব্রেরী
০৫ টি
১৪. কলেজ (সরকারি-বেসরকারি)
০৪ টি
১৫. বেসরকারি বিশ্ববিদ্যালয়
০১ টি
১৬. স্টেশন  
০৩ টি
১৭. টার্মিনাল
০১ টি
১৮. পৌরমার্কেট
০১ টি
১৯. মাতৃসদন
০১ টি
২০. ফায়ার সার্ভিস ষ্টেশন
০১ টি
২১. শিশু পার্ক
০১ টি
২২. স্টেডিয়াম
০১ টি
২৩. ঈদগাহ মাঠ
০১ টি
২৪. কবরস্থান
০৫ টি
২৫. শ্মশানঘাট
০৩ টি
২৬. বৌদ্ধ শ্মশান
০১ টি
২৭. মসজিদ
৫০ টি
২৮. মন্দির
১১ টি
২৯. বৌদ্ধ বিহার
১৪ টি
৩০. গীর্জা
০৫ টি
৩১. স্থায়ী কর্মকর্তা-কর্মচারী
২৯ জন
৩২. মোট জনসংখ্যা
৭০ হাজারের উর্ধ্বে